সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে গাইড জানালেন, এখানে একটি পুরানো জনজাতি বসবাস করত বছর সাতেক আগেও। বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ম অনুযায়ী, তাদের পুনর্বাসন দিয়ে সরিয়ে দেওয়া হয় অন্যত্র। আগেকার নাম খুনিয়া হলেও পরে নাম পরিবর্তন করে চন্দ্রচূড় ওয়াচটাওয়ার করা হয়েছে।
পরিষ্কার করে কাটা হোগলা বনের শেষ প্রান্তের গাছগুলি মাঝে মাঝেই নড়ে উঠছিল বেশ জোরে জোরে। অবাক হয়ে দেখছি সেদিকে। এমন সময়, প্রায় চমকে দিয়েই জঙ্গলের ভেতর থেকে ফাঁকা জায়গায় এসে দাঁড়াল মস্ত এক দাঁতাল। কিছুটা সময় চুপচাপ থাকার পর, ঘাস উপড়ে মাটি মাখতে ব্যস্ত হয়ে পড়ল সে। তারপর নিজের মনেই আবার মিলিয়ে গেল জঙ্গলে।