লোকালয় ছাড়িয়ে আমরা যখন ক্যানাল রোড ধরলাম, সুয্যিমামা তখন মধ্যগগনে। সোনালী ক্ষেত দোল খেয়ে চলেছে মৃদু বাতাসে। পাশের জঙ্গল থেকে উঁকি দিচ্ছে লাল-সাদা পাখি। ওইতো! একটা গাছে দোল খাচ্ছে কটা হনুমান। এ ফুল থেকে ও ফুলে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। দূরে একটি রাখাল বালক। সঙ্গের পোষ্যগুলিকে নিয়ে ঘরে ফিরছে সে বাঁধানো পথ ধরে। চাষীরা তাদের সোনার ফসল কাটা শুরু করে দিয়েছে কোথাও কোথাও।
এতক্ষণ যে ক্যানালটির পাশ দিয়ে চলেছি সেটি ছিল শুকনো, কিছুটা এগোতেই দেখলাম টলটল করছে জল তাতে। ফুটে রয়েছে লাল, গোলাপি পদ্ম। সরু ক্যানালের দুই পাড় কংক্রিট দিয়ে বাঁধানো। পিছনের জঙ্গল আরও ঘন হতে থাকল ধীরে ধীরে। ঝিঁঝিঁ ডেকেই চলছে অনবরত। ছমছম করতে লাগল গা-টা। এই বুঝি কোন দলছুট দাঁতাল বেরিয়ে এসে আটকে দেবে আমাদের যাত্রাপথ!